ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের মিডিয়া প্রধান এক ম্যাচ নিষিদ্ধ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
ব্রাজিলের মিডিয়া প্রধান এক ম্যাচ নিষিদ্ধ

২৮ জুন ম্যাচ চলাকালে চিলিয়ান খেলোয়াড় মরিসিও পিনিল্লাকে ধাক্কা দেওয়ার ঘটনায় ব্রাজিল ফুটবল ফেডারেশনের মুখপাত্রকে বিশ্বকাপে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

ফিফার মুখপাত্র দেলিয়া ফিসার বলেন, ব্রাজিলের মিডিয়া প্রধান রদ্রিগো পাইভাকে শুক্রবার ফোর্তালেজায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল (ব্রাজিল-কলম্বিয়া) ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ওই দিনের আগে তিনি দলের সঙ্গে কাজ এবং ব্রিফিংও করতে পারবেন।

ফিসার আরো বলেন, ওই ম্যাচে ধাক্কাধাক্কির জন্য তিনি (পাইভা) ‘লাল কার্ড’ খেয়েছেন। এর বাইরেও কোনো শাস্তি রয়েছে কিনা তার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি। তবে তদন্ত এখনো চলমান বলে জানান ফিফার মুখপাত্র দেলিয়া ফিসার।

বেলো হরিজন্তে মাঠে দ্বিতীয় রাউন্ডের ২৮ জুন ব্রাজিল-চিলি ম্যাচের হাফ টাইমে পাইভা এবং পিনিল্লা ধাক্কাধাক্কি করেন।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।