ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডি মারিয়াকে হারিয়ে রিয়াল কিংবদন্তির আক্ষেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
ডি মারিয়াকে হারিয়ে রিয়াল কিংবদন্তির আক্ষেপ ছবি: সংগৃহীত

ঢাকা: দু’বছর আগে রিয়াল মাদ্রিদ অধ্যায়ের (২০১০-১৪) ইতি টানেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ভক্ত-সমর্থক থেকে শুরু করে অনেকেই স্প্যানিশ জায়ান্টদের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।

রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসের চোখে, ডি মারিয়াকে বিক্রি করাটা ছিল বড় ভুল।

রিয়াল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমালেও ইংল্যান্ডে খুব বেশিদিন থিতু হতে পারেননি আর্জেন্টাইন তারকা। ওল্ড ট্রাফোর্ডে এক মৌসুম কাটিয়ে গত বছর উড়াল দেন প্যারিসে। খেলছেন ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজির হয়ে।

ডি মারিয়ার মতো খেলোয়াড় হাতছাড়া করায় আক্ষেপই ঝরে রাউলের কণ্ঠে, ‘প্রতিটি দলেরই প্রয়োজন ভারসাম্য ও স্থিতিশীলতা। কিছু সময় ম্যাচ চলাকালীন একজন খেলোয়াড়ই তার যোগান দিতে পারে। লিসবনে (২০১৪) রিয়ালের চ্যাম্পিয়ন লিগ ফাইনাল জয়ের কথাই ধরুন। ডি মারিয়াই সেদিন এমন নৈপুণ্য প্রদর্শন করেছিল। ’

এদিকে, জুভেন্টাসের ফ্রেঞ্চ তারকা পল পগবার রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন চলছে। এ বিষয়ে রাউলের অভিমত, ‘মাঠে পগবার শারীরিক উপস্থিতি অসাধারণ। সে এমন একজন খেলোয়াড় যাকে পেলে যেকোনো টিমের মতোই মাদ্রিদও খুশি হবে। তবে এখানে কিছু বিষয় জড়িত যেমন ট্রান্সফার ফি এবং সাধারণ শর্তাবলি প্রশ্ন তুলতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।