ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ফুটবল

সেরা দুইয়ে থাকার প্রত্যয় ফেনী সকারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, জুলাই ১৬, ২০১৬
সেরা দুইয়ে থাকার প্রত্যয় ফেনী সকারের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন ফেনী সকার ক্লাবের কোচ লাডি বাবা লুলা।

 

শনিবার (১৬ জুলাই) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের ক্লাব পরিচিতি অনুষ্ঠানে তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিমিয়ার লিগে নিজেদের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানাতে গিয়ে লাডি বাবা জানান, শনিবার (১৬ জুলাই) থেকে আমাদের দল প্রস্তুতি নেওয়া শুরু করেছে। দীর্ঘ সময় প্রস্তুতি না হলেও আমরা আশা করি এই স্বল্প সময়ের প্রস্তুতিতেই লিগে ভাল খেলবো। ছেলেরা তাদের সেরাটি দিয়েই শীর্ষ দুইয়ে থাকতে চেষ্টা করবে।

এদিকে অধিনায়কের বক্তব্যে আকবর হোসেন রিদন জানান, লিগকে সামনে রেখে আমাদের প্রস্তুতি দেরিতে শুরু হলেও ফলাফল খারাপ হবে না। আর জেলায় জেলায় ঘুরে ম্যাচ খেলার যে উদ্যোগ বাফুফে নিয়েছে সেটা নিঃসন্দেহে ব্যতিক্রমধর্মী। আশা করছি এবারের লিগটি বেশ আকর্ষণীয় হবে। আর লিগে  আমরা আমাদের সেরা খেলাটি খেলতে চেষ্টা করবো।

তবে দলটির কোচ সেরা দুইয়ে থাকার কথা জানালেও রিদন জানালেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের লক্ষ্য সেরা পাঁচ কিংবা ছ’য়ের মধ্যে থাকতে।

২৬ জুলাই চট্টগ্রাম পর্ব দিয়ে এবারের প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করবে সকার ক্লাব ফেনী।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।