ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগে আত্মবিশ্বাসী টিম বিজেএমসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
প্রিমিয়ার লিগে আত্মবিশ্বাসী টিম বিজেএমসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গেল আসরে টেবিলের সাত নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল স্বল্প বাজেটের দল টিম বিজেএমসি। তবে এই মৌসুমে দলটি চাইছে পয়েন্ট টেবিলে গেল মৌসুমের চেয়েও এগিয়ে থাকতে।

 

বিজেএমসির হয়ে এমন আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেছেন দলটির অধিনায়ক আরিফুজ্জামান হিমেল।

শনিবার (১৬ জুলাই) বাফুফে সম্মেলন কক্ষে প্রিমিয়ার লিগ ফুটবলের দল পরিচিতি অনুষ্ঠানে নিজেদের প্রত্যাশার কথা জানাতে গিয়ে তিনি জানান, প্রিমিয়ার লিগে ভাল কিছু করবো বলেই বেশ লম্বা সময়ব্যাপী আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি লিগে ভালো কিছু করতে পারবো।

গত জুনে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছিল টিম বিজেএমসি। আর এই ফলাফলকেই মূলত প্রিমিয়ার লিগে ভালো কিছু করার প্রেরণা হিসেবে দেখছে দলটি।

এদিকে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ ফুটবলে দলটির যে দুর্বলতা ছিল সেই দুর্বলতাগুলো নিয়ে এরই মধ্যে নাকি তারা কোচের সাথে বিস্তর আলোচনা করেছেন। আর প্রিমিয়ার ফুটবলেই তারা দলের সেই দুর্বল দিকগুলো কাটিয়ে উঠতে চাইছেন।

দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানাতে গিয়ে বিজেএমসি কোচ সাইদুল হক জানান, ‘স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে আমরা ভালো একটি দল গঠন করেছি। এছাড়া লিগকে সামনে রেখে দলের প্রস্তুতিও ভালো হয়েছে। আশা করছি তারা সবাই লিগে সেরা খেলাটিই খেলবে। ’

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।