ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য ঢাকা আবাহনীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য ঢাকা আবাহনীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: ঘরোয়া ফুটবলের এবারের মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে ঢাকা আবাহনী। বছরের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে খেলে চট্টগ্রাম আবাহনীর কাছে শিরোপা হারালেও ফেডারশেন কাপে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে তুলে নেয় মৌসুমে নিজেদের প্রথম শিরোপা।

 

এই ধারাবাহিকতায় দলটি চাইছে প্রিমিয়ার লিগ শিরোপাটিও নিজেদের করে নিতে।

ঢাকা আবাহনী সবশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ২০১১-১২ মৌসুমে। এরপর টানা দুই মৌসুম লিগ শিরোপা জেতা হয়ে উঠেনি ঢাকার ঐতিহ্যবাহী এই দলটির। তবে আর কালবিলম্ব করতে চাইছে না আকাশী-নীলরা। চাইছে এই মৌসুমেই শিরোপা জিততে।

আর দলটির হয়ে এমন আশার বানী শোনালেন ঢাকা আবাহনীর কোচ জর্জ কোটান। রোববার (১৭ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল পরিচিতি অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে এমন আশার কথা শোনান তিনি।

প্রিমিয়ার লিগে দলের প্রত্যাশার কথা জানাতে গিয়ে এসময় তিনি বলেন, ‘এ বছর প্রিমিয়ার লিগে শিরোপা জেতার কাজটি খুব সহজ হবে না। কেননা আরও ৪-৫টি দল আছে যারা শিরোপা প্রত্যাশী। তবে আমরা আমাদের সেরা খেলাটিই খেলবো। ’

আর দলের প্রস্তুতি সম্পর্কে এই আকাশী-নীলের কোচ জানান, প্রিমিয়ার লিগকে সামনে রেখে আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। দলের সবাই কঠোর পরিশ্রম করেছে। তবে মূলপর্বের আগে আমাদের দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ খেলা প্রয়োজন বলে আমি করছি। দল সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত হলো, গেলবারের তুলনায় আমাদের দল অনেক ভালো এবং ছেলেদের শিরোপা জয়ের সামর্থ আছে।

অধিনায়কের বক্তব্যে আরিফুল ইসলাম জানান, আমি মনে করি আমাদের দলের অবস্থা অনেকটাই ভালো। অনেকটাই ভারসাম্যপূর্ণ দল নিয়ে খেলবো। আপনারা জানেন যে আমরা ফেডারেশন কাপ জিতেছি। আশা করছি প্রিমিয়ার লিগও জিতবো।

এদিকে দলের সবার ফিটনেস ভালো জানিয়ে আবাহনী অধিনায়ক বলেন, ফিটনেস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। দলের সবাই ফিট। তবে নাবিব নেওয়াজ জীবন কিছুটা অসুস্থ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।