ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিদেশের মাটিতে শঙ্কায় ‘ম্যানচেস্টার ডার্বি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
বিদেশের মাটিতে শঙ্কায় ‘ম্যানচেস্টার ডার্বি’

ঢাকা: এই প্রথম বিদেশের মাটিতে হতে যাচ্ছে ‘ম্যানচেস্টার ডার্বি’। তবে, ইংলিশ প্রিমিয়ারের  দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মধ্যকার এই ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আগামী ২৫ জুলাই চীনের বেইজিংয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ম্যাচে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট। কিন্তু গত কয়েকদিন ধরে বেইজিংয়ে প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার শঙ্কা জেগেছে।

প্রবল বৃষ্টিপাতের কারণে এর আগে চাইনিজ সুপার লিগের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ভারী বৃষ্টির কারণে চীনের রাজধানীতে বিমান চলাচলে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এমনকি ট্রেনের প্রায় একশ শিডিউল বাতিল করা হয়েছে।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের এই ম্যাচটি আয়োজন করার কথা ৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন বার্ডস নেস্টে। খারাপ আবহাওয়ার জন্য যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তবে, দুই দলের দুই নতুন বিশ্বসেরা কোচের লড়াই দেখতে পাবে না বিশ্ব ফুটবল।

এ মৌসুমে ম্যানসিটির কোচ হিসেবে যোগ দিয়েছেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ থেকে আসা পেপ গার্দিওলা আর ইংলিশ প্রিমিয়ারে চেলসিকে চ্যাম্পিয়ন করা হোসে মরিনহো এসেছেন ম্যানইউতে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।