ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউ’র বড় হারের লজ্জা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ম্যানইউ’র বড় হারের লজ্জা

ঢাকা: নতুন মৌসুমে মাঠে নামার আগে প্রাক-মৌসুমের ম্যাচে হেরেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে হোসে মরিনহোর শিষ্যদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান ফেভারিট বরুশিয়া ডর্টমুন্ড।

চীনের সাংহাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ এই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি ভ্যালেন্সিয়া, বেইলি, জোন্স, লুক শ, হেরেরা, ব্লাইন্ড, মাতা, লিনগার্ড, মেম্ফিস, রাশফোর্ড, অ্যাশলে ইয়ং, মার্কোস রোহোদের।

বরুশিয়ার হয়ে জোড়া গোল করেন জার্মানির মিডফিল্ডার গঞ্জালো কাস্ত্রো। এছাড়া, একটি করে গোল করেন এমেরিক অবামেয়াং এবং ফরাসি ১৯ বছর বয়সী উঠতি তারকা অসমানে ডেম্বেলে। এদিকে, ম্যানইউয়ের হয়ে একমাত্র গোলটি করেন আর্মেনিয়ার ২৭ বছর বয়সী মিডফিল্ডার হেনরিক।

ম্যাচের ১৯ মিনিটে গঞ্জালো কাস্ত্রো বরুশিয়াকে লিড পাইয়ে দেন। ৩৬ মিনিটের মাথায় দলের লিড দ্বিগুন করেন অবামেয়াং। আর দ্বিতীয়ার্ধে নেমে ৫৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন ডেম্বেলে।

প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে থাকা মরিনহোর শিষ্যরা ম্যাচের ৫৯ মিনিটে ব্যবধান কমায়। ব্যবধান কমানো গোলটি করেন হেনরিক। তবে, ম্যাচ শেষের কয়েক মিনিট আগে (৮৬ মিনিট) ম্যানইউয়ের জালে দলের হয়ে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি জড়িয়ে দেন গঞ্জালো কাস্ত্রো। ফলে, ৪-১ গোলের পরাজয়ের লজ্জা নিয়ে প্রাক-মৌসুমে মাঠ ছাড়তে হয় ম্যানইউকে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ২২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।