ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউ ছাড়ছেন শোয়েইনস্টাইগার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
ম্যানইউ ছাড়ছেন শোয়েইনস্টাইগার

ঢাকা: অ্যাঞ্জেল ডি মারিয়ার পথ ধরে এক মৌসুম খেলেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন বাস্তিয়ান শোয়েইনস্টাইগার। সামার ট্রান্সফার উইন্ডোতে নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন জার্মান তারকা।

ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মিরর’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। বলা হচ্ছে, ইনজুরি আর ফিটনেস সমস্যায় ভুগছেন ৩১ বছর বয়সী শোয়েইনস্টাইগার। অন্যদিকে, মাঝমাঠে গতিশীল কাউকে চান রেড ডেভিলসদের নতুন কোচ হোসে মরিনহো।

‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’ মরিনহোর টার্গেট পল পগবা। ওল্ড ট্রাফোর্ডে ফ্রেঞ্চ তারকার প্রত্যাবর্তনে শোয়েইনস্টাইগারের বিদায়টাও নিশ্চিত হয়ে যাবে!

গত মৌসুমে বায়ার্ন মিউনিখ অধ্যায়ের ইতি টেনে ওল্ড ট্রাফোর্ডে নাম লিখিয়েছিলেন শোয়েইনস্টাইগার। কিন্তু দলে নিয়মিত হতেই তাকে লড়াই করতে হয়। ইংলিশ জায়ান্টদের হয়ে প্রিমিয়ার লিগে মাত্র ১৮টি ম্যাচে তাকে মাঠে দেখা যায়। সব মিলিয়ে ৩১ ম্যাচ খেলে একবার জালের দেখা পান ২০১৪ বিশ্বকাপ জয়ী।

শেষ পর্যন্ত ক্লাব ছাড়লে ডি মারিয়ার পাশে নাম লেখাবেন শোয়েইনস্টাইগার। দু’বছর আগে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ফি’তে রিয়াল মাদ্রিদ থেকে আর্জেন্টাইন তারকাকে দলে ভাগিয়ে এনেছিল রেড ডেভিলসরা। কিন্তু ২০১৪-১৫ মৌসুম শেষেই ম্যানইউ বন্ধন ছিন্ন করে পিএসজিতে পাড়ি জমান ২৮ বছর বয়সী এ উইঙ্গার।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।