ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এক পয়েন্টেই খুশি ব্রাদার্স কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এক পয়েন্টেই খুশি ব্রাদার্স কোচ ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ফেনী সকার ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আর পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট দলের হেড কোচ বালগোপাল মহার্জন।


 
মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘লিগে মৌসুমের প্রথম ম্যাচে আমরা পূর্ণ পয়েন্ট নিয়ে খেলা শেষ করতে পারিনি। আমাদের উচিৎ ছিল পূর্ণ পয়েন্ট তুলে নেয়া। তবে ১ পয়েন্ট নিয়েই আমি সন্তুষ্ট। ’
 
ফেনীর আক্রমণভাগের খেলোয়াড়দের ধারালো আক্রমণে এদিন ম্যাচের প্রথমার্ধের ৫ মিনিটেই গোল খেয়ে বসে বালগোপালের শিষ্যরা। খেলার শুরুতেই এই গোল একেবারেই প্রত্যাশা করেননি বালগোপাল। কেননা এর ফলে তার শিষ্যদের আত্মবিশ্বাস অনেকটাই কমে গিয়েছিল এবং ম্যাচে তার প্রভাব বেশ সুস্পষ্ট ছিল বলে তিনি মনে করেন, ‘সত্যিকার অর্থে আমরা ম্যাচের শুরুতেই গোল খাব সেটা ভাবিনি। এর ফলে আমার দলের আত্মবিশ্বাসের যথেষ্টই ঘাটতি দেখা গিয়েছিলো। ’


 
তবে শুরুতেই গোল হজম করলেও প্রথমার্ধের ২৭ মিনিটে অগাস্টিনের দুর্দান্ত গোলে খেলায় ফেরে ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু ম্যাচের শেষ সময় পর্যন্ত তারা ব্যবধান বাড়াত ব্যর্থ হয়।
 
আর ম্যাচে ব্যবধান গড়তে না পারার কারণ হিসেবে ব্রাদার্স কোচ দায়ী করলেন শিষ্যদের ভুল পাসিং ও মাঠের এলোমেলো অবস্থানকে, ‘মাঠে আমার প্লেয়ারদের অবস্থান ঠিক ছিল না। আর পাসগুলোও ছিল ভুল। ’
 
তবে সামনের ম্যাচগুলোতে এমন ভুল তিনি আর দেখতে চান না। ভুল শুধরে শিষ্যরা সামনের ম্যাচগুলোতে আরও পরিচ্ছন্ন খেলা উপহার দিবেন বলেও তিনি বিশ্বাস করেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।