ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ফুটবল

ভক্তের সেলফির আবদারে রোনালদোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, জুলাই ২৯, ২০১৬
ভক্তের সেলফির আবদারে রোনালদোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: এবার ভিন্ন রূপে দেখা গেল ক্রিস্টিয়ানো রোনালদোকে! যুক্তরাষ্ট্রে এক ভক্তের সেলফির আবদারে বিরক্তি প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা। রীতিমতো তাকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

পর্তুগালের হয়ে ঐতিহাসিক ইউরো জয়ের পর এখন ছুটির আমেজে রোনালদো। অন্যদিকে, নতুন মৌসুম সামনে রেখে প্রাক মৌসুমের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। খেলছে প্রীতি ক্লাব টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি)। তবে প্রথম ম্যাচেই পিএসজির বিপক্ষে ৩-১ গেলে হেরে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। সামনে অপেক্ষা করছে চেলসি ও বায়ার্ন মিউনিখ।

ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস শহরে শপিংয়ে বের হয়েছিলেন রোনালদো। বিশ্ব ফুটবলের তারকা বলে কথা। ইউরো জয়ীকে দেখা মাত্রই উপস্থিত অনেকেই কাছাকাছি এসে ছবি তুলতে থাকেন। অনেকটা ভিড়ই লেগে যায়।

শপিংমলে প্রবেশের আগ মুহূর্তে এক তরুণ ভক্ত মোবাইলে সেলফি তোলার চেষ্টা করেন। অনেকটা বিরক্তি ভাব নিয়ে তাকে ডান হাত দিয়ে আলতো ধাক্কা দিয়ে বসেন পর্তুগিজ আইকন। শেষ কবে সিআর সেভেন এমন ক্ষব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তা বলা মুশকিল! 

খেলা চলাকালীন সময়েও অনেক ‘অন্ধ’ ভক্ত মাঠে ঢুকে দৌড়ে এসেও রোনালদোকে পাশে পেয়েছেন। মাঠের বাইরে হলে তো কথাই নেই। কিন্তু এ ভিডিওটি বলছে অন্য কথা।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।