ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অতিরিক্ত সময়ের গোলে ব্রাদার্সের ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
অতিরিক্ত সময়ের গোলে ব্রাদার্সের ড্র ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর

চট্টগ্রাম: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের দ্বিতীয় মাচে এনকোচে কিংসলের অতিরিক্ত সময়ের গোলে টিম বিজেএমসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। আর এই ড্র’য়ে দু্ই ম্যাচে দুই পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো কোচ বাল গোপাল মহার্জনের শিষ্যদের।

টিম বিজেএমসির হয়ে একমাত্র গোলটি করেন মোকলেসুর রহমান।

শনিবার (৩০ জুলাই) এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকে দাপুটে খেলা উপহার দিতে থাকে বিজেএমসি। ম্যাচের ১১ মিনিটেই মেহেদি হাসান তপু স্যামসন ইলিয়াসুর পাস থেকে ব্রাদার্সের ডিফেন্সে চিড় ধরান। কিন্তু ব্রাদার্স গোলরক্ষক তপু সেই আক্রমণ রুখে দেন। ফলে গোলবঞ্চিত হয় টিম বিজেএমসি।

মিডফিল্ডার মোকলেসুর রহমান ম্যাচের ১৪ মিনিটে ব্রাদার্স রক্ষণভাগকে পরাস্ত করে জালে বল ঠেলে বিজেএমসিকে লিড পাইয়ে দেন।

এদিকে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে একের পর এক আক্রমণ শানালেও কাঙ্খিত সফলতার দেখা না পেয়ে ১-০তে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাদার্স ইউনিয়ন।

বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাদার্স। তবে, ৫৮ মিনিটে ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন থ্রু পাসে মান্নাফ রাব্বিকে বল এগিয়ে দেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি রাব্বি।

যোগ করা অতিরিক্ত সময়ের একেবারে শেষে রনির ক্রসে বিজেএমসির জালে বল জড়িয়ে দলকে ১-১ গোলে সমতা এনে দেন কিংসলে।

এর মাত্র ১ মিনিট পরে রেফারি বাঁশিতে শেষ ফুঁ দিলে ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।