ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রুনির সেরা সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
রুনির সেরা সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো ছবি:সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ওয়েন রুনি তার সেরা সতীর্থ হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেছে নিয়েছে। ম্যানইউতে রোনালদো ছাড়াও পল স্কোলেসও তার সেরা সতীর্থ বলে জানান তিনি।

২০০৪ সালে ওল্ড ট্রাফোর্ডে পাড়ি দেওয়া রুনি রোনালদো ও স্কোলেসদের সঙ্গে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।

 

ইংল্যান্ড অধিনায়ক রুনি ম্যানইউ ক্যারিয়ারে রায়ান গিগস, রয় ক্যান, রিও ফার্দিনান্দো ও নেমানজা ভিদিকের মতো তারকাদের সঙ্গেও খেলেছেন। তবে তিনি ইংলিশ ও পর্তুগিজ তারকাকেই বেছে নিয়েছেন। সিআর সেভেন পরে ম্যানইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন।

রুনি বলেন, ‘আমার কাছে সেরা সতীর্থ মনে হয়েছে পল স্কোলেস ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। স্কোলেস সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন। তার বলের পাসিং ও নিয়ন্ত্রণ অসাধারণ। ’

তিনি আরও বলেন, ‘রোনালদো বিশেষ একজন ফুটবলার। সে বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার। সে অনুশীলন ও ম্যাচে দুর্দান্ত কিছু করে থাকে। ম্যাচের সেরা মুহূর্তের জন্য সবাই তাকে মনে রাখবে। ’

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ০২ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।