ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

ফুটবল

অস্কারের জোড়া গোলে চেলসির সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, আগস্ট ৪, ২০১৬
অস্কারের জোড়া গোলে চেলসির সহজ জয় ছবি:সংগৃহীত

ঢাকা: শেষ দিকে অস্কারের জোড়া গোলে এসি মিলানেকে ৩-১ ব্যবধানে হারালো চেলসি। দলের হয়ে অন্য গোলটি করেন বারট্রান্ড তাওরে।

আর মিলানের হয়ে একমাত্র গোলটি করেন গিয়াকোমো বোনাভেনচুর।

 

যুক্তরাষ্ট্রের মিনিওয়েস্টায় ব্যাংক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মুখোমুখি হয় দুই ইউরোপিয়ান জায়ান্ট দল। কিন্তু ম্যাচে ইতালিয়ান মিলানকে কোনো পাত্তা না দিয়ে জয় তুলে নেয় অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

এদিন খেলার ২৪ মিনিটে এগিয়ে যায় চেলসি। তাওরের গোলে লিড পায় ব্লুজরা। তবে ম্যাচের ৩৮ মিনিটে বোনাভেনচুর গোল করলে সমতা নিয়ে মাঠ ছাড়ে মিলান।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় ইংলিশ জায়ান্ট চেলসি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৭০ মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। আর ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে নিজের জোড়া গোল পূর্ণ করে সহজ জয় নিশ্চিত করেন তরুণ এ তারকা।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।