ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গ্যালারিতে দর্শক, হাতে হাতে ভুভুজেলা

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
গ্যালারিতে দর্শক, হাতে হাতে ভুভুজেলা ছবি: অনিক খান

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: পশ্চিম গ্যালারিতে আফ্রিকান ওয়েব। হাতে হাতে জনপ্রিয় বাদ্যযন্ত্র ভুভুজেলা।

উচ্চ শব্দের ভুভুজেলাই এখন হয়ে উঠেছে তরুণ-তরুণীদের প্রিয় বাঁশি।

এমনিতে পহেলা বৈশাখের অনুষ্ঠানে ভুভুজেলা নিষিদ্ধ হলেও ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রায় প্রতিটি ম্যাচেই ফুটবলপ্রেমীদের মাঝে অন্যরকম উত্তেজনার আবহ তৈরি করে দিচ্ছে এ কর্কশ বাঁশিই!

ভুভুজেলার আওয়াজে কানপাতা রীতিমতো দায় হলেও খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে আসা তরুণ-তরুণীরা শুনিয়ে যাচ্ছেন ভুভুজেলার লাগাতার আওয়াজ। ঘরোয়া ফুটবলের এ মহাযজ্ঞে আসার সময়েই তারা হাতে নিয়ে আসছেন ভুভুজেলা।

এসব ক্রীড়াপ্রেমীদের কাছে ফুটবল মানেই যেন ভুভুজেলার কান ঝালাপালা আওয়াজ। গোল হলে ভুভুজেলার বিকট আওয়াজ উঠে আসছে গ্যালারির পশ্চিম প্রান্ত থেকেই। ভিআইপি গ্যালারি ভুভুজেলা মুক্ত হলেও সাধারণ গ্যালারি থেকে স্বাভাবিকভাবেই এ ভুভুজেলা বাজানো হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ভুভুজেলা। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফুটবল থেকেই বাংলাদেশেও ব্যাপক পরিচিত পায় এ প্লাস্টিকের এ বাঁশি। চলতি এ লিগেও ভুভুজেলা খেলোয়াড়দের ছন্দে ব্যাঘাত ঘটাচ্ছে কী না এ বিষয়টি নিয়ে অবশ্য বিতর্ক তৈরি হয়েছে।

তবে বেশিরভাগ ফুটবলারই ক্রীড়াপ্রেমীদের হাতে ভুভুজেলার আওয়াজে বরং উৎসাহই পাচ্ছেন, এমন অভিমত জানা গেলো বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথা বলে। বিশেষ করে বিদেশি ফুটবলাররাও এ শব্দে বিরক্তি প্রকাশ করেননি।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে টিম বিজেএমসি’র মধ্যকার ম্যাচকে ঘিরে দর্শকদের মাঝে ছিল ভিন্ন উন্মাদনা। উদ্বোধনী ম্যাচের পর এক রকম দর্শক খরা চললেও সেই শব্দটি যেন এ ম্যাচে উবে গিয়েছিল।

সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই স্বপরিবারে আসেন এই বিগ ম্যাচ উপভোগ করতে। এমন কয়েকজন দম্পত্তির সন্তানের হাতেও ছিল আফ্রিকান এ বিশেষ বাঁশি। ছেলের বায়না মেটাতে অনেকেই কিনে দিয়েছেন এ ভুভুজেলা।

গ্যালারির পশ্চিম প্রান্তে কাঠফাঁটা রোদের মধ্যেই ভুভুজেলা বাজিয়ে গোটা গ্যালারি মাতিয়ে তুলেন কয়েক কিশোর। মাথায় ‘সাবাশ বাংলাদেশ’ ফিতা বেঁধে মাঠে আসা কয়েক তরুণের হাতে ছিল এ ভুভুজেলা। গোটা স্টেডিয়াম মুখর হয়ে উঠে এ ভুভুজেলার আওয়াজেই।

খানিক দূরেই চোখে পড়লো সুদৃশ্য একটি ব্যানার। ‘ফুটবলের টানে মাঠে আসুন’ শীর্ষক এ ব্যানারের সামনে দাঁড়িয়ে সেলফি স্টিক হাতে কয়েক তরুণকে হালের জনপ্রিয় ধারা সেলফি তুলতেও দেখা গেলো। এসব তরুণরা জানায়, ‘দলবেঁধে শেখ রাসেলকে সাপোর্ট করছি। আমাদের ক্লাব জয় পেলে খুশি লাগতো। এরপরেও প্রথমবারের মতো পয়েন্ট পেয়েছে। এটাই আনন্দের। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগষ্ট ১২, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।