ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ফুটবল

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন-ইতালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, অক্টোবর ৬, ২০১৬
হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন-ইতালি ছবি:সংগৃহীত

ঢাকা: ফুটবলে স্পেন বনাম ইতালি লড়াই মানে বাড়তি উত্তেজনা। শক্তির বিচারে দু’দলকে প্রায় সমান কাতারে রাখায় হয়।

এবার ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দল দুটি। ম্যাচটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৪৫মিনিটে অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের গ্রুপ ‘জি’তে রয়েছে স্পেন ও ইতালি। যেখানে আরও রয়েছে আলবেনিয়া, মেসিডোনিয়া, ইসরাইল ও লিচেনস্টেইন। এ ম্যাচটি ইতালি ঘরের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে স্প্যানিশদের আতিথিয়েতা দেবে।

বাছাইপর্বে এর আগে একটি করে হওয়া ম্যাচে দু’দলই জয় পেয়েছে। যেখানে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন পুঁচকে লিচেনস্টেইনকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে। অপরদিকে চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি ৩-১ গোলে জয় পেয়েছে ইসরাইলের বিপক্ষে।

ফুটবলে স্পেন ও ইতালি এখন পর্যন্ত ৩৫বার মুখোমুখি হয়েছে। যেখানে ১১বার জয় পেয়েছে ইতালি। আর ১০বার স্পেন। বাকি ১৪ ম্যাচে কোনো ফলাফল আসেনি।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।