ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির স্থান পাঁচ নম্বরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
মেসির স্থান পাঁচ নম্বরে ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের সেরা স্ট্রাইকারদের মাঝে লিওনেল মেসির জায়গা হয়েছে পাঁচ নম্বরে। এটি কোনো অফিসিয়াল তালিকা নয়।

রোমার তারকা সেন্টারব্যাক কোস্টাস মানোলাসের তৈরি বিশ্বসেরা স্ট্রাইকারদের তালিকা।

সেরা স্ট্রাইকারের বিচারে মেসিকে শীর্ষে রাখতে রাজি হননি রোমার ডিফেন্ডার মানোলাস। বিশ্বের সেরা স্ট্রাইকারদের মুখোমুখি হওয়া মানোলাস জানান, ‘মেসি সেরা স্ট্রাইকার, তবে বিশ্বসেরাদের তালিকায় আমি তাকে পাঁচ নম্বরেই রাখবো। কারণ, তার বিপক্ষে খেলতে গিয়ে আমাকে কোনো সমস্যায় পড়তে হয়নি। তাকে মার্ক করা খুব সহজ মনে হয়েছে। কিন্তু, মেসির গতি অসাধারণ। গোলমুখে সে খুব দ্রুতগতিতে প্রবেশ করতে সক্ষম। ’

মানোলাস আরও যোগ করেন, ‘মেসির দেওয়া পাসগুলো চমৎকার। তার শট নেওয়ার টাইমিংও দারুণ। আমরা যদি তার সতীর্থদের মার্কিংয়ে রাখতে না পারি তবে, মেসি তাদের দিয়ে গোল করাবেই। তারপরও আমি মেসিকে সেরা স্ট্রাইকারদের তালিকায় ভয়ঙ্কর রূপে দেখছি না। তাকে পাঁচ নম্বরে রাখতে হচ্ছে। ’

মানোলাস তার এই তালিকায় এক নম্বরে রেখেছেন সুইডেনের তারকা গোলমেশিন জ্লাতান ইব্রাহিমোভিচকে। আর দুই নম্বরে রেখেছেন বার্সায় মেসির পাশে খেলা উরুগুয়ের লুইস সুয়ারেজকে। সেরা স্ট্রাইকারদের তালিকায় তিন নম্বরে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি উইঙ্গার করিম বেনজেমা আর চার নম্বরে রিয়ালের গোলমেশিন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

মানোলাস আরও যোগ করেন, ‘আমি সুয়ারেজের বিপক্ষে খেলেছি। চ্যাম্পিয়ন্স লিগের ২০১৫-১৬ মৌসুমে সে বার্সায় খেলেছে আর আমি রোমাতে খেলেছি। তার বিপক্ষে মাঠে নেমে দেখেছি সে সর্বদা গোলের জন্য মরিয়া হয়ে থাকে। গোলমুখে সে ভয়ঙ্কর। বেনজেমাকে কঠিন প্রতিপক্ষই মনে হয়েছে। তার টেকনিকগুলো যেমন দুর্দান্ত, তেমনি তার শারীরিক শক্তিও মারাত্মক। রোনালদো এক কথায় চমৎকার। ড্রিবলিংয়ে তার উপরে কেউ নেই। সে জানে কিভাবে প্রতিপক্ষের জালে বল জড়াতে হয়। হোম ম্যাচ বলেন আর অ্যাওয়ে ম্যাচ বলেন, রোনালদো তার স্বাভাবিক খেলাটাই খেলে থাকে। যা প্রতিপক্ষের জন্য সত্যিই কঠিন। ’

মানোলাস তার তালিকায় শীর্ষে রাখা ইব্রা প্রসঙ্গে জানান, ‘ইব্রা প্রকৃতিপ্রদত্ত ক্ষমতা পেয়েছে। আপনি কখনোই তাকে স্বাভাবিকভাবে থামিয়ে রাখতে পারবেন না। কারণ, সে সত্যিই বিশেষ ধরনের স্ট্রাইকার। আমার দেখা সবথেকে কঠিন স্ট্রাইকার ইব্রা, যাকে রুখে দেওয়া অসম্ভব। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।