ঢাকা: চলতি মৌসুমে এখনো একটি প্রতিযোগিতামূলক ম্যাচেও সুযোগ পাননি। বেশ কয়েক মাস ধরেই দলে ভ্রাত্য।
চলতি মৌসুমে হোসে মরিনহো কোচ হওয়ার পর থেকেই দলের বাইরে ৩২ বছর বয়সী শোয়েনস্টাইগার। একাকী কিংবা ক্লাবের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ট্রেনিং করেছেন। এবার বিষয়টি স্পষ্ট যে, এ অভিজ্ঞ মিডফিল্ডারকে প্রথম পছন্দের টিমে বিবেচনা করছেন মরিনহো। সবশেষ লুইস ফন গাল কোচ থাকাকালীন গত বছরের মার্চে রেড ডেভিলসদের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
রুনি-পগবা-ইব্রাহিমোভিচদের নিয়ে গড়া মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পেরে খুবই উৎফুল্ল শোয়েনস্টাইগার। টুইটারে এমনই একটি পোস্ট করে টুইট করেছেন, ‘আজ অসাধারণ কিছু অনুভব করেছি! দল ভালো অবস্থানে রয়েছে, ফলাফল সামনে আসবে!’
ফর্ম আর ফিটনেসের কারণে শোয়েনস্টাইগারকে পরিকল্পনার বাইরে রাখেন ‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’ মরিনহো। কিন্তু দলের সাম্প্রতিক পারফরম্যান্স ভাবিয়ে তুলেছে তাকে। প্রিমিয়ার লিগে নিজেদের শেষ চারটি ম্যাচেই জয়হীন ম্যানইউ (৩ ড্র, ১ হার)। তার মধ্যে রয়েছে চেলসির মাঠে ৪-০ গোলের লজ্জাজনক পরাজয়।
জয়ের ধারায় ফিরতে অভিজ্ঞ কাউকে হয়তো স্মরণ করছেন পর্তুগিজ কোচ! ‘শোয়েইনি’র অনুশীলনে ডাক পাওয়া তো তারই প্রমাণ। সাবেক বায়ার্ন মিউনিখ আইকন কী পারবেন মরিনহোর আস্থার প্রতিদান দিতে?
আগামী রোববার (৬ নভেম্বর) পরবর্তী লিগ ম্যাচে স্বাগতিক সোয়ানসি সিটির মুখোমুখি হবে মরিনহোর শিষ্যরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। তার আগে (৬ নভেম্বর রাত ১২টা) ইউরোপা লিগে ফেনেরবাখের মাঠে নামবে ইংলিশ জায়ান্টরা। অনুশীলনে ফেরা শোয়েনস্টাইগার স্কোয়াডে থাকবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
এমআরএম