ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জামালকে হারিয়েছে আরামবাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
জামালকে হারিয়েছে আরামবাগ

ঢাকা: ১১ দিন বিরতির পর আবারো মাঠে গড়িয়েছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব। দিনের প্রথম ম্যাচে আরামবাগের মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শেখ জামালকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বের শুরুটা বেশ ভালো করেছে আরামবাগ।

মঙ্গলবার (০১ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় মাঠে নামে দুই দল।

ম্যাচের ২০তম মিনিটে আরামবাগের ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার থিয়াগো টাইসন গোল করতে ব্যর্থ হন। সাজিদুর রহমান সাজিদের দারুণ এক স্কয়ার পাসকে কাজে লাগাতে পারেননি জামালের ডি-বক্সে থাকা থিয়াগো। এক মিনিট পর কাউন্ডার অ্যাটাকে বল নিয়ে আরামবাগের সীমানায় চলে যান জামালের গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়ে। তাতেও সফল হননি এই গাম্বিয়ান। ফলে, ম্যাচের কোনো ফল আসেনি।

ম্যাচের ৪১তম মিনিটে মিডফিল্ডার রবিউল হাসানের দূরপাল্লার শট রুখে দেন জামালের গোলরক্ষক সুজন হোসেন। তবে, বল ঠিকমতো নিজের আয়ত্বে নিতে পারেননি তিনি। বল ক্লিয়ার করতে গিয়ে জামালের ডিফেন্ডার দিদারুল হক নিজেদের জালেই বল জড়িয়ে দেন। ফলে, ১-০ গোলে এগিয়ে যায় আরামবাগ।

আত্মঘাতী গোলে পিছিয়ে থাকা জামাল ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। কিন্তু, ৫৯তম মিনিটে আরও পিছিয়ে পড়ে জামাল। ধানমন্ডির ক্লাবটির বিপক্ষে গোল করেন আরামবাগের মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ। ক্যামেরুনের মিডফিল্ডার ইয়েকো সামিনিকের থ্রু-পাসকে কাজে লাগিয়ে হেড করেন আবদুল্লাহ। ২-০ গোলে এগিয়ে যায় আরামবাগ।

৭২ মিনিটের মাথায় আবারো জামালের ডি-বক্স কাঁপিয়ে দিয়েছিলেন আবদুল্লাহ। তবে, স্কোর করতে পারেননি তিনি। এদিকে, ম্যাচের শেষ মুহূর্তে আরামবাগের বাদশা মিয়া নিজেদের ডি-বক্সে ফাউল করেন জামালের গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোয়েকে। পেনাল্টি লাভ করে জামাল। তবে, পেনাল্টি শট থেকে গোল করতে ব্যর্থ হন মাইক অতোজারেরি। নাইজেরিয়ার ফরোয়ার্ড অতোজারেরি শট ফিরিয়ে দেন আরামবাগের গোলরক্ষক মিতুল হাসান।

এই ম্যাচে জয়ের ফলে আরামবাগের ১২ ম্যাচ থেকে পয়েন্ট বেড়ে দাঁড়ালো ১৮। অপরদিকে, হারলেও জামালের সংগ্রহ ১৯ পয়েন্ট। টেবিলের ষষ্ঠ স্থানে আরামবাগ, জামাল রয়েছে চতুর্থ স্থানে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০১ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।