ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নতুন মাইলফলক ডাকছে নেইমারকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
নতুন মাইলফলক ডাকছে নেইমারকে নেইমার/ছবি: সংগৃহীত

তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে বার্সেলোনার জার্সিতে শততম গোলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নেইমার। আন্তর্জাতিক ব্যস্ততা শেষে ক্লাবের প্রথম ম্যাচেই এমন কীর্তিতে নাম লেখানোর হাতছানি! বলা বাহুল্য, গ্রানাডার মাঠে নেইমারের মাইলফলকের ম্যাচ মিস করবেন লিওনেল মেসি।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নেইমারের নামের পাশে এখন ৯৯টি গোল। গ্রানাডার জালে বল পাঠালেই গোলের সেঞ্চুরির অভিজাত ক্লাবে প্রবেশ করবেন ব্রাজিলিয়ান সেনসেশন।

রোববার (২ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে। আরও পড়ুন... নিষেধাজ্ঞার কারণে এবার লিগ ম্যাচে নেই মেসি

বার্সা ক্যারিয়ারে সাবেক ব্রাজিলিয়ান তারকা এভারিস্তো (১৯৫৭-৬২) ১০৫টি ও রিভালদো (১৯৯৭-২০০২) ১০০টি গোল করেছিলেন। এবার নেইমারের পালা।

২০১৩ সালে সান্তোস ছেড়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান নেইমার। কাতালানদের আক্রমণভাগে নিজেকে অপরিহার্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আগামীর বিশ্বসেরা। ৯৯টি গোল করার পথে ১৭৬ ম্যাচ খেলেছেন পেলের উত্তরসূরি।

লা লিগায় ৬৩, কোপা দেল রেতে ১৪, ইউরোপিয়ান প্রতিযোগিতায় ২১ ও স্প্যানিশ সুপার কাপে ১ বার প্রতিপক্ষের জালে বল জড়ান ২৫ বছর বয়সী নেইমার। চলতি মৌসুমে সব মিলিয়ে তার গোলসংখ্যা ৩৫ ম্যাচে ১৪টি (লিগে ২৩ ম্যাচে ৮)।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।