ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্বাধীন বাংলা ফুটবল দলকে আজীবন সম্মাননা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
স্বাধীন বাংলা ফুটবল দলকে আজীবন সম্মাননা স্বাধীন বাংলা ফুটবল দলকে আজীবন সম্মাননা

স্বনামধণ্য ক্রীড়া সংগঠন মিশুক ওয়ারিয়র্স কক্সবাজারের পক্ষ থেকে স্বাধীন বাংলা ফুটবল দলের সকল সদস্যদের আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

একই অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ক্রীড়া ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, শামীম আশরাফ চৌধুরী, চৌধুরী জাফর উল্লাহ সরাফাত ও ড. সাইদুর রহমানকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

পাশাপাশি অনুষ্ঠানে উন্মোন করা হয়েছে কক্সবাজার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি।

রোববার (৯এপ্রিল) দুপুরে ধানমন্ডি রাইফেল স্কয়ারের ইমানুয়েল কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশবরেণ্য গুণী শিল্পী সৈয়দ আব্দুল হাদি, খুরশিদ আলম, ফাতিমাতুজ জহুরা, শাহীন সামাদ ও ফাহিম হোসেন চৌধুরীকেও সম্মাননা প্রদান করা হয়।  
 
১৪তম এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন, ইমানুয়েল কনভেনশন সেন্টারের সিইও বেনজির আহমেদ ও মিশুক ওয়ারিয়র্স এর প্রেসিডেন্ট সম্পদ উদ্দিনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ক্রীড়া ধারাভাষ্যকার কুমার কল্যান। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে জসীম এন্টারপ্রাইজ।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ৯ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।