ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অনুশীলনে বেল, এল ক্লাসিকোর আগে স্বস্তিতে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
অনুশীলনে বেল, এল ক্লাসিকোর আগে স্বস্তিতে রিয়াল ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন বেল (মাঝে)/ছবি: সংগৃহীত

বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ সামনে রেখে রিয়াল মাদ্রিদ শিবিরে স্বস্তি এনে দিয়েছেন গ্যারেথ বেল। ইনজুরির কারণে টানা দুই ম্যাচ মিস করার পর অনুশীলনে ফিরেছেন ওয়েলস উইঙ্গার।

লা লিগায় আগামী রোববার (২৩ এপ্রিল) বহুল প্রতিক্ষীত এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-বার্সা। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরু বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

পয়েন্ট টেবিলে এক ম্যাচ হাতে রেখে কাতালানদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গ্যালাকটিকোরা (৩১ ম্যাচে ৭৫)।

গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে (২-১) পায়ের ইনজুরিতে ভোগেন বেল। পেশীতে অস্বস্তি বোধ করায় মিস করেন স্পোর্টিং গিজন (৩-২) ও বায়ার্নের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ। বেলকে ছাড়াই বাভারিয়ানদের ৪-২ গোলে (৬-৩ অ্যাগ্রিগেট) হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেন রোনালদোরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সতীর্থদের সঙ্গে ট্রেনিং সেশনে যোগ দেন ২৭ বছর বয়সী বেল। কিন্তু, বার্সার বিপক্ষে হোম ম্যাচে তার খেলার বিষয়টি এখনো শতভাগ নিশ্চিত নয়। অন্যদিকে, ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে একাকী অনুশীলন করেছেন দলের দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার পেপে ও রাফায়েল ভারান।

বেল অনুশীলনে ফেরায় ‘বিবিসি’ ত্রয়ীকে (বেল-বেনজেমা-রোনালদো) একসঙ্গে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী হতেই পারেন কোচ জিনেদিন জিদান। কিন্তু, বার্সার আক্রমণভাগে ‘এমএসএন’ ত্রয়ীকে পাচ্ছেন না লুইস এনরিক। তিন ম্যাচে নিষেধাজ্ঞার কারণে ‘এল ক্লাসিকো’ মিস করবেন নেইমার।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।