ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

চীনের মাঠে খুদে টাইগ্রেসদের অনুশীলন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, এপ্রিল ২১, ২০১৭
চীনের মাঠে খুদে টাইগ্রেসদের অনুশীলন চীনের মাঠে খুদে টাইগ্রেসদের অনুশীলন। ছবি: সংগৃহীত

চীনের সাংহাই প্রদেশের রাজধানী জিয়ানে অনুষ্ঠিতব্য ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে গত বৃহস্পতিবার সেখানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে অনুশীলন করেছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। শনিবার (২২ এপ্রিল) প্রথম ম্যাচে মাঠে নামবে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ দল পাঁচটি ম্যাচ খেলবে। শনিবার চীনের অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে একটি ম্যাচ খেলবে। এরপর ২৩ এপ্রিল সাংসি এর স্থানীয় একটি দলের বিপক্ষে খেলবে। ২৪ তারিখ অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দলের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে। ২৫ তারিখ সাংসি এর স্থানীয় দলের বিপক্ষে খেলার পর ২৬ তারিখ অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে। ২৭ এপ্রিল বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে অনূর্ধ্ব-১৬ দল। চীনের মাঠে খুদে টাইগ্রেসদের অনুশীলন।  ছবি: সংগৃহীতমূলত সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ এটি।

উল্লেখ্য, এর আগে ওয়ালটন গ্রুপ ভারতে অনুষ্ঠিত সাফে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে। এবার চীন সফরেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।