ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

চেলসি-আর্সেনাল এফএ কাপ ফাইনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৫, এপ্রিল ২৪, ২০১৭
চেলসি-আর্সেনাল এফএ কাপ ফাইনাল এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল ও চেলসি/ছবি: সংগৃহীত

এফএ কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও আর্সেনাল। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে গানাররা। অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর সেমিতে আলেক্সিস সানচেজের গোলে ম্যাচের নিষ্পত্তি ঘটে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচটির প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৬২ মিনিটে সিটিজেনদের লিড এনে দেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।

৯ মিনিট বাদেই আর্সেনালকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনরিয়েল।

নির্ধারিত সময়ে আর কেউই জালের দেখা পাননি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০১ মিনিটে গানারদের উদযাপনের মধ্যমনি বনে যান চিলিয়ান সেনসেশন সানচেজ। ম্যাচে ফিরতে মরিয়া সিলভা-ডি ব্রুইন-স্টার্লিংরা শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়েন। ফাইনাল নিশ্চিতের বাঁধভাঙা উল্লাসে মাতে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

এর আগে প্রথম দল হিসেবে এএফ কাপের ফাইনালে পা রাখে অ্যান্তোনিও কন্তের চেলসি। শেষ চারের প্রথম ম্যাচে টটেনহামকে ৪-২ গোলে হারায় ব্লুজরা। ফাইনাল আগামী ২৭ মে ওয়েম্বলি স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।