ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ফুটবল

ইউনাইটেডকে হারালো ওয়ারী ক্লাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, এপ্রিল ২৪, ২০১৭
ইউনাইটেডকে হারালো ওয়ারী ক্লাব ইউনাইটেডকে হারালো ওয়ারী ক্লাব

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে একদিন বিরতির পর আবারো মাঠে গড়ায় সাইফ পাওয়ারটেক সিনিয়র ডিভিশন ফুটবল লিগ-২০১৭।

সোমবার (২৪ এপ্রিল) ওয়ারী ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা ইউনাইটেড এসসি। ম্যাচে ১-০ গোলে জিতেছে ওয়ারী ক্লাব।

ম্যাচের শুরু খেকেই ওয়ারী নিজেদের দখলে বল রাখে। একের পর এক আক্রমণে অনেকটা দিশেহারা ছিল ঢাকা ইউনাইটেড। প্রথমার্ধ শেষে খেলার ফল দাঁড়ায় ০-০। গোলশূন্য অবস্থায় দুই দলই বিরতিতে যায়।

দ্বিতীয়াধের শুরুতে আবারো আক্রমণ চালিয়ে যায় ওয়ারীর ফুটবলাররা। শুরুতেই কর্নার পায় ওয়ারী। দলের ৫ নম্বর জার্সিধারী সেলিম রেজার কর্নার থেকে ৯ নম্বর জার্সিধারী আব্দুল্লাহ অসাধারণ শট নেন। তার জোরালো শট ইউনাইটেডের জালে জড়ালে ১-০তে লিড নেয় ওয়ারী। এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ারী।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।