শনিবার (২৯ এপ্রিল) দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিবন্ধন কাজ সেরেছে চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ও নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব।
এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল তাদের খেলোয়াড়দের নিয়ে প্রথম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে।
তিন ক্লাবের খেলোয়াড়দের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবতো একেবারে ঘোড়া গাড়িতে সোয়ার হয়েই আসে। গেল চ্যাম্পিয়নশিপে রানার আপ হয়ে প্রিমিয়ার লিগে পা দিয়েই একের পর এক চমক দেখাচ্ছে। বিদেশি কোচ, বিদেশি নামী খেলোয়াড় কিনে দৌড়ে নেমে গিয়েছে ক্লাবটি। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী তরুণ নির্ভর দল নিয়ে চমক দেখাতে চায়। এদিকে মুক্তিযোদ্ধা সংসদও তরুণ দল গড়ে এবার সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায়।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৭
জেএইচ/এমআরপি