ব্যাক-টু-ব্যাক হ্যাটট্রিক উল্লাসে মাতেন সিআর সেভেন। এর আগে কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচে (৪-২) বায়ার্ন মিউনিখের জালে তিনবার বল পাঠান রোনালদো।
সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত সেমির প্রথম লেগে একাই অ্যাতলেতিকো মাদ্রিদকে গুঁড়িয়ে দেন রোনালদো। নগর প্রতিদ্বন্দ্বীদের ৩-০ গোলে হারিয়ে কার্ডিফের ফাইনালে চোখ রাখছে জিনেদিন জিদানের শিষ্যরা।
হ্যাটট্রিক কীর্তিতে মেসির পাশে নাম লেখালেও গোলস্কোরিংয়ে রোনালদোর একক আধিপত্য। অ্যাতলেতিকোর বিপক্ষে হ্যাটট্রিকের মধ্য দিয়ে সংখ্যাটা ১০৩-এ নিয়ে গেছেন চারবারের ব্যালন ডি’অর জয়ী। মেসির নামের পাশে ৯৪টি গোল। কোয়ার্টারে জুভেন্টাসের কাছে হেরে এবারের আসর থেকে বিদায় নেয় বার্সেলোনা।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ২ মে, ২০১৭
এমআরএম