বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এএফসি কাপের চতুর্থ ম্যাচ খেলতে নামে আবাহনী ও ভারতের ব্যাঙ্গালুরু।
৮৬-৯১ এই পাঁচ মিনিটে যেন আবাহনীর অন্য এক রূপ দেখলো দর্শক।
১০ জনের দল হয়েও ২-০ গোলের ব্যবধানে এএফসি কাপের নিজেদের প্রথম ম্যাচ জিতে নেয় দ্রাগো মামিচের শিষ্যরা। একই সঙ্গে টানা তিন ম্যাচ জয়ে থাকা ব্যাঙ্গালুরুকে হারের স্বাদ উপহার দেয় অল ব্লুরা।
পুরো ম্যাচে নিয়ন্ত্রণ রেখে আক্রমণের ফুলঝুরি তুলেছিল দেশের প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফিনিশিংয়ের অভাবে শুধু গোল পাওয়াটাই বাকি ছিল। এরপর ৮০ মিনিটে লাল কার্ড খেয়ে ১০ জনের দলে পরিণত হয়। তারপরের ১০ মিনিটে অনেকটা ম্যাজিকই করে মামিচের শিষ্যরা। ৮৬ মিনিটে সাদ ও ৯২ মিনিটে রুবেলের গোলের জয়ের বন্দরে পৌঁছায় আবাহনী।
এএফসি কাপের মিশনটি অবশ্য ঘরের মাঠে হার দিয়ে শুরু করেছে দ্রাগো মামিচের শিষ্যরা। এই বছরের ১৪ মার্চ এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মার্জিয়ার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছে। এরপর ভারতের মোহনবাগানের বিপক্ষে ৪ এপ্রিল ৩-১ গোলে পরাজয়, ১৮ এপ্রিল নিজেদের তৃতীয় ম্যাচে এএফসি কাপের ডিফেন্ডিং রানারআপ ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২-০ হার।
গ্রুপ ‘ই’র পয়েন্ট চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে মিশনে ফিরেছে অল ব্লুরা।
বাংলাদেশ সময়ঃ ২০৪৭ ঘণ্টা, ০৩ মে, ২০১৬
জেএইচ/এমএমএস