এশিয়ান দেশগুলোর মধ্যে আগের ২৮ নম্বরে থেকে সবার ওপের রয়েছে ইরান। আর দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) এর মধ্যে প্রথমবারের মতো শীর্ষ ১০০ দলের মধ্যে প্রবেশ করেছে প্রতিবেশী দেশ ভারত (১০০)।
শ্রীলঙ্কার অবস্থান বাংলাদেশের পাশেই (১৯৭)। নেপাল রয়েছে ১৭৩তম স্থানে। আর ভুটানের অবস্থান ১৬৪। বাংলাদেশের এ সময় মোট পয়েন্ট ৬০ (৬০.৪৮)।
নিচে ফিফা র্যাংকিংয়ে শীর্ষ ১০ দল ও মোট পয়েন্ট দেওয়া হলো:
১. ব্রাজিল (১৬৭২), ২. আর্জেন্টিনা (১৬০৩), ৩. জার্মানি (১৪৬৪), ৪. চিলি (১৪১১), ৫. কলম্বিয়া (১৩৪৮), ৬. ফ্রান্স (১২৯৪), ৭. বেলজিয়াম (১২৮১), ৮. পর্তুগাল (১২৫৯), ৯. সুইজারল্যান্ড (১২১২) ও ১০. স্পেন (১২০৪)।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ০৪ মে, ২০১৭
এমএমএস