ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘বায়ার্নের জার্সিতে চাই ব্রাজিলের নেইমারকে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মে ৫, ২০১৭
‘বায়ার্নের জার্সিতে চাই ব্রাজিলের নেইমারকে’ ছবি: সংগৃহীত

পুরো ফুটবল বিশ্ব একদিকে আর মেসি-রোনালদো আরেক দিকে। এরপরও কিন্তু ব্রাজিল সেনসেশন নেইমারকে নিয়ে আগ্রহে ভাটা পড়েনি। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মিডফিল্ডার বাস্তিয়ান সোয়াইন্সটাইগার বায়ার্ন মিউনিখে মেসি বা রোনালদোকে নয়, দেখতে চান নেইমারকে।

২০০২ থেকে ২০১৫ সাল পর্যন্ত জার্মানির জায়ান্ট দল বায়ার্ন মিউনিখে খেলেছেন বাস্তিয়ান সোয়াইন্সটাইগার। ২০১৫ সালে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি।

২০১৬’তে জাতীয় দল জার্মানির জার্সি খুলে রাখেন।

জার্মানদের জার্সিতে ১২১ ম্যাচ খেলা বায়ার্ন মিউনিখের সাবেক তারকা বাস্তিয়ান সোয়াইন্সটাইগার জানিয়েছেন, ‘আমি জানি এটা খুবই কঠিন, কিন্তু তারপরও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে বায়ার্নে কাকে এ মুহূর্তে দরকার আমি বলবো নেইমারের কথা। আমি আশা করবো নেইমারকে নিয়ে ভাববে বায়ার্ন। তাকে এই ক্লাবের জার্সিতে দেখতে চাই। ’

শুধু ক্লাব বার্সেলোনা নয়, নেইমারের পায়ের জাদুতে বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে রয়েছে হলুদ জার্সিধারীরা। জাতীয় দলের জার্সি গায়ে বরাবরই অনন্য ব্রাজিলিয়ান এই সুপারস্টার। বিশ্বকাপ বাছাইপর্বে একের পর এক গোল করেছেন। টানা জয়ের মধ্যে আছে ব্রাজিল। তার দল ওঠে গেছে রাশিয়া বিশ্বকাপের মঞ্চে। বার্সার হয়েও গড়েছেন ১০০ গোলের দারুণ এক কীর্তি।

বায়ার্নের জার্সিতে ৫০০ ম্যাচ খেলা সোয়াইন্সটাইগার যোগ করেন, ‘আমি জানি না বায়ার্ন নেইমারকে প্রস্তাব দিলে সে কি করবে। তবে, এটুকু জানি আমি নেইমারের বড় ভক্ত। শুধু তার খেলার স্টাইল নয়, নেইমারের ব্যক্তিত্বও আমার ভালো লাগে। আমরা যখনই দু’জন দু’জনের প্রতিপক্ষ হিসেবে খেলেছি, তখনই আমাদের মাঝে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। ’

২০১৪ সালের বিশ্বকাপে নেইমারের ইনজুরিতে সেমি ফাইনালে জার্মানির বিপক্ষে খেলা হয়নি। ঘরের মাঠে ব্রাজিল ৭-১ গোলে উড়ে গিয়েছিল। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় জার্মানরা। সে ঘটনার কথা বলতে গিয়ে বাস্তিয়ান সোয়াইন্সটাইগার জানান, ‘আমরা ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ জিতেছি। শিরোপা নিয়ে দেশে ফেরার আগে নেইমারের সঙ্গে আড্ডা দিয়েছি, অনেক সময় কাটিয়েছি। প্রতিটি ব্রাজিলিয়ানের মতো নেইমার এমন পরাজয় মানতে পারছিল না। কিন্তু, সে খুব ভালো মানুষ। তার হৃদয়টি সত্যিই ভালো। আর আমার কাছে এ মুহূর্তে সেই বিশ্বসেরা ফুটবলার। সে একদিন সত্যিই বিশ্বসেরা ফুটবলার হবে। তার জন্য শুভকামনা রইল। ’

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ০৫ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।