চলতি মৌসুমে কোচের দায়িত্ব নিয়ে অ্যান্তোনিও কন্তে স্ট্যামফোর্ড ব্রিজে আবারও ফিরিয়ে আনেন লুইজকে।
ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার নিজেকে আরও ক্ষুরধার হিসেবে জানান দিলেন, ‘ফুটবলের এখন প্রায় সব কিছুই মুখস্ত হয়ে গেছে।
২০১৪ সালে নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল নামটা ছিল লুইজ। তখনকার কোচ লুইস ফেলিপে স্কলারির সবচেয়ে বড় আশ্রয়ও ছিলেন এই লুইজ। তাকে বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন বলে মনে করেন চেলসির বর্তমান কোচ অ্যান্তোনিও কন্তে।
৩০ বছর বয়সী লুইজ আরও যোগ করেন, ‘আমি ছয়, সাত কি আটজন বিশ্বসেরা কোচের অধীনে কাজ করেছি। তারা প্রত্যেকেই আমার খেলার স্টাইলকে উন্নতির দিকে নিয়ে গেছেন। আমি ভিন্ন ভিন্ন লিগে বিশ্বের বিভিন্ন জায়গায় খেলেছি। এটা আমার ক্যারিয়ারের জন্য বিশেষ একটি দিক। যা আমার উন্নতির ধারাকে বজায় রেখেছে। ’
লুইজ ক্লাব ক্যারিয়ারে ৪৫১ ম্যাচ খেলেছেন। ডিফেন্ডার হিসেবে খেলেও গোল করেছেন ২৯টি। ব্রাজিলের জার্সিতে তার নামের পাশে ম্যাচ রয়েছে আরও ৫৫টি। জাতীয় দলের জার্সিতে লুইজের গোল ৩টি।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ০৬ মে ২০১৭
এমআরপি