ম্যাচের প্রথমার্ধের শেষ মিনিটে নিজের প্রথম গোলটি করেন মেসি। যেখানে লা লিগাতে ৩৪টি গোলের মালিক হন।
চ্যাম্পিয়নস লিগে ইতোমধ্যে বিদায় নিয়েছে বার্সা। তবে ১১টি গোল করে এখনও সবার ওপরে রয়েছেন তিনি। একটি গোল কম করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আসরে রিয়াল এখনও টিকে রয়েছে।
গত ১০ আসরের মধ্যে এ নিয়ে পঞ্চমবার মৌসুমে ৫০ বা তার বেশি গোল করলেন মেসি। ২০১১-১২ মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০ ম্যাচে সর্বোচ্চ ৭৩টি গোল করেছিলেন তিনি। আর এবারে এখন পর্যন্ত ৪৯ ম্যাচে ৫১ গোল করলেন।
এদিন মেসির ব্যক্তিগত সাফল্যের সঙ্গে এমএসএন তারকাদেরও একটি সাফল্য যোগ হলো। মেসি, সুয়ারেজ ও নেইমার মিলে চলতি মৌসুমে ১০০টি গোল করলেন। এদিন ম্যাচে সুয়ারেজ ও নেইমারও একটি করে গোল করেন। ফলে এই ত্রয়ীর এখন গোল সংখ্যা ১০২টি।
যেখানে মেসির ৫১ গোলের পাশাপাশি ৩৫টি গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। আর বাকি ১৬টি গোল এসেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের শট থেকে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ০৭ মে, ২০১৭
এমএমএস