এর আগে রোনালদোর জাতীয় দল ও ক্লাবের সতীর্থ পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো ভারত ঘুরে গিয়েছেন।
রেকর্ডের পর রেকর্ড গড়েই যাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।
সারা বিশ্ব জুড়ে রোনালদোর ফ্যান রয়েছে একথা জানেন সিআর সেভেন। ইন্সটাগ্রামে ১০০ মিলিয়নের ম্যাজিক ফিগার স্পর্শ করে একাধিক লাইভ ভিডিওতে ভক্ত-সমর্থকদের ভালোবাসা জানিয়েছেন তিনি। এসময় লাইভ ভিডিওতে রোনালদো জানান, ‘আমি বিশ্বের বেশ কিছু জায়গায় যেতে চাই। তার মধ্যে ভারত অন্যতম। আমি খুব তাড়াতাড়ি ভারতে আসতে চাই। ’
৩২ বছর বয়সী রোনালদোর ওপরে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে মাত্র তিনজনের। ১১৯ মিলিয়ন ফলোয়ার আছে গায়িকা সেলেনা গোমেজের। দুইয়ে রয়েছেন টেইলর সুইফট (১০১) ও বিয়ন্সে (১০১)। রোনালদোর সাবেক বান্ধবী কিম কারদেশিয়ান রয়েছেন চতুর্থ অবস্থানে (৯৯)।
খেলোয়াড়দের মধ্যে রোনালদোর পরে রয়েছে বার্সেলোনা ও ব্রাজিলের তারকা নেইমার। তার ফলোয়ারের সংখ্যা ৭৪ মিলিয়ন। আর প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লিওনেল মেসির রয়েছে ৭১ মিলিয়ন। স্পোর্টস দল হিসেবে সবচেয়ে বেশি ৫০ মিলিয়ন ফলোয়ার রয়েছে বার্সার। আর ৪৯ মিলিয়ন নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ০৭ মে ২০১৭
এমআরপি