ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল হারলেও ফাইনালে রোনালদোরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, মে ১১, ২০১৭
রিয়াল হারলেও ফাইনালে রোনালদোরা ছবি:সংগৃহীত

টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত জয় পেল না রিয়াল মাদ্রিদ। কিন্তু ঠিকই ফাইনালে জায়গা করে নিল জিনেদিন জিদান শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারলেও দুই লেগ মিলে অ্যাগ্রিগেটে ৪-২ ব্যবধানে জয় পেয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার টিকিট পেল গ্যালাকটিকোরা।

এ নিয়ে টানা চতুর্থবারের মধ্যে তৃতীয়বার ইউরোপিয়ান সর্বোচ্চ আসরের ফাইনালে উঠলো রিয়াল। ফলে এবারের কার্ডিফ ফাইনালে রিয়ালকে মুখোমুখি হতে হবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে।

বুধবার রাতে ঘরের মাঠ স্তাদিও ভিসেন্তে কালদেরনে রিয়ালকে আতিথিয়েতা জানায় অ্যাতলেটিকো। আর ম্যাচের প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এদিন ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত সূচনা পায় অ্যাতলেটিকো। কোকের কর্ণার থেকে হেডের মাধ্যমে গোল করে দলের লিড পাইয়ে দেন সাউল। আর ১৬ মিনিটেই লিড দ্বিগুণ করে রোজি ব্লাঙ্কসরা। এবার ডি বক্সে তোরেসকে ফাউল করলেও পেনাল্টি থেকে গোল করেন স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান।

পর পর দুটি গোল হজম করে দিশেহারা রিয়াল পাল্টা আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে। আর সেই আক্রমণের বাস্তবায়নও হয়। বিরতির তিন মিনিট আগে করিম বেনজেমার কাটানো বলে শট করেন টনি ক্রুস। তবে অ্যাতলেটিকো গোলরক্ষক ওব্লাক তা ঠেকিয়ে দিলেও বল ধরে রাখতে পারেননি। ফিরতি শটে বল গোলে পরিণত করেন ইসকো।

পরে প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে দু’দলই আরও বেশ কয়েকটি চেষ্টা চালায়। তবে তা থেকে আর গোল হয়নি। ফলে ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত ২-১ ব্যবধানই সঙ্গী হয় দু’দলের। আর হেরেও ফাইনালে পা রাখে জিদান শিষ্যরা।

আগামী ৩ জুন ফাইনালে কার্ডিফের মিলিনিয়াম স্টেডিয়ামে জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, ১১ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।