ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হাইভোল্টেজ ম্যাচে লিভারপুল-ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
হাইভোল্টেজ ম্যাচে লিভারপুল-ম্যানইউ হাইভোল্টেজ ম্যাচে লিভারপুল-ম্যানইউ-ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আবারও ক্লাবের খেলায় নেমে পড়ছেন ফুটবলাররা। যেখানে ইউরোপের সবচেয়ে জমজমাট আসর ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে লিভারপুল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচে দলের পাশাপাশি লড়াইটা দুই কোচ ইয়র্গেন ক্লপ ও হোসে মরিনহোরও।

এ ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চলছে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত এই নর্থ-ওয়েস্ট ডার্বির আগে জমে উঠেছে দু’পক্ষই।

শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে সাত ম্যাচ খেলে মরিনহোর ম্যানইউ রয়েছে লিগ টেবিলের দুই নম্বরে। রেড ডেভিলসদের পয়েন্ট ১৯। সমসংখ্যক ম্যাচের পর লিভারপুলের পয়েন্ট ১২। লিগ তালিকায় ক্লপের শীর্ষদের অবস্থান সাত নম্বরে। ফলে বিশেষজ্ঞদের মতে, অ্যানফিল্ডে ঘরের মাঠে শনিবার না জিতলে সমস্যায় পড়তে পারেন রবার্টো ফিরমিনোদের এই জার্মান কোচ।

গত বছর অ্যানফিল্ডে মুখোমুখিতে গোলশূন্য ড্র হয়েছিল। ফলে এবার দুই কোচই জিততে মরিয়া। ক্লপের দলে সাদিও মানে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে চলে গিয়েছেন। চোট রয়েছে অ্যাডাম লালানারও। পাশাপাশি ম্যানইউ শিবিরে ফেলাইনির হাঁটুতে চোট থাকায় তিনি দলে নেই। হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় নেই পল পগবাও। ফলে দুই কোচই বিকল্প বেছে রেখেছেন নিজেদের পরিকল্পনা মতো।

ইয়র্গেন ক্লপ ও হোসে মরিনহোর মধ্যে পূর্বের প্রতিদ্বন্দ্বিতা:

• ২০১২, অক্টোবর: চ্যাম্পিয়নস লিগে ইয়র্গেন ক্লপের বরুসিয়া ডর্টমুন্ড ২-১ হারিয়ে দিল মরিনহোর রিয়াল মাদ্রিদকে। সেই ছিল দু’জনের প্রথম মুখোমুখি দ্বৈরথ।
• ২০১২, নভেম্বর: বার্নাব্যুতে ফিরতি লেগ ২-২ ড্র। শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে মেসুত ওজিলের গোলে রক্ষা ‘স্পেশ্যাল ওয়ান’-এর।
• ২০১৩, এপ্রিল: চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ক্লপের বরুসিয়া ৪-১ উড়িয়ে দিল মরিনহোর রিয়াল মাদ্রিদকে।
• ২০১৩, এপ্রিল: সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে মরিনহোর রিয়াল ২-০ হারাল বরুসিয়াকে। এর পরেই রিয়াল ছাড়েন মরিনহো।
• ২০১৫, অক্টোবর: দু’জনের ক্লাব পাল্টালেও ফলে খুব তফাত নেই। ফের ক্লপের হাতে চূর্ণ মরিনহো। লিভারপুল ৩-১ হারাল চেলসিকে।
• ২০১৬, অক্টোবর: লিভারপুলে ক্লপ। ম্যানচেস্টার ইউনাইটেডের বস হিসেবে এই প্রথম তার মুখোমুখি মরিনহো। অ্যানফিল্ডে ০-০ ড্র।
• ২০১৭, জানুয়ারি: শেষ মুহূর্তে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে জয় আটকে গেল লিভারপুলের। ১-১ ড্র। টাচলাইনে দুই কোচের সংঘর্ষে আরও তিক্ততা এসে পড়ল।

এদিকে একই দিন মাঠে নামছে ইপিএলের অন্য জায়ান্ট দলগুলোও। বাংলাদেশ সময় রাত আটটায় ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। একই সময় স্টোক সিটিকে আতিথিয়েতা জানাবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। আর রাত সাড়ে ১০টায় ওয়ার্টফোর্ডের মাঠে খেলতে যাবে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।