কার্লো আনচেলত্তিকে চাকরিচ্যুত করার পর চতুর্থবারের মতো বায়ার্নের কোচের দায়িত্ব পান ৭২ বছর বয়সী হেইঙ্কেস। যার অধীনে ২০১২-১৩ আসরে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বাভারিয়ানরা।
বুন্দেসলিগায় টানা দুই ড্রয়ের পর স্বরূপে ফিরেছে বায়ার্ন। ৮ মিনিটেই আত্মঘাতি গোলে আসে প্রথম লিড। বিরতিতে যাওয়ার আগে কিংসলে কোমানের গোলে ব্যবধান দ্বিগুন হয়। দ্বিতীয়ার্ধে থিয়াগো আলকান্তারা, রবার্ট লেভানডফস্কি ও ইনজুরি সময়ে স্কোরশিটে নাম লেখান জোশুয়া কিমিচ।
৮ ম্যাচ শেষে ৫ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার্ন। লেইপজিগের কাছে ঘরের মাঠেই ৩-২ গোলে হেরে যাওয়ায় শীর্ষে থাকা বুরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে ২-এ।
বাংলাদেশ সময়: ০৭১৫ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৭
এমআরএম