বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার (১৫ অক্টোবর) প্রথমার্ধের শেষ দিকে ফজলে রাব্বীর গোলে লিড নেয় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধে ৬৭তম মিনিটে মোহাম্মদ জুলফিকারের হেড জালে জড়ালে ২-০তে এগিয়ে যায় দলটি।
৮০তম মিনিটে স্পট কিক থেকে আরামবাগের ক্যামেরুনের ফরোয়ার্ড ইঙ্গাকা গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ২-১। আর এই স্কোরেই মাঠ ছাড়ে দুই দল। ১১ ম্যাচ খেলা শেখ রাসেলের এটা চতুর্থ জয়। ১৬ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান ছয় নম্বরে। আর ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আরামবাগ। ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগের প্রথম পর্ব শেষ করল চট্টগ্রাম আবাহনী। ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও আবাহনী লিমিটেড।
রোববার প্রথম ম্যাচে জুয়েল রানার গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ ব্যবধানে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
এমআরপি