ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

ফুটবল

মেসি পুত্রের কাণ্ড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৫, আগস্ট ২৭, ২০১৯
মেসি পুত্রের কাণ্ড! ছবি-সংগৃহীত

বাবা খেলেন বার্সেলোনায়। অথচ পুত্রের সমর্থন কিনা রিয়াল বেতিসকে! এমনই তো দেখলো ক্যাম্প ন্যুয়ের দর্শক। 

রোববার (২৫ আগস্ট) দিবাগত রাতে বেতিসের বিপক্ষে চোটের কারণে ছিলেন না বার্সেলোনার দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। আর্জেন্টাইন তারকা মাঠে খেলা দেখতে বসেছিলেন তার পুত্রদের নিয়ে।

সঙ্গে ছিলেন সুয়ারেজ।

ম্যাচের ১৫ মিনিটে নাবিল ফেকিরের গোলে এগিয়ে যায় বেতিস। তা দেখে স্বাভাবিকভাবে হতাশা প্রকাশ করেন মেসি-সুয়ারেজ। কিন্তু দু’হাত ছড়িয়ে ‘গোল’ বলে চিৎকার দিয়ে ওঠেন মেসির তিন বছর বয়সী পুত্র মাতেও। তা দেখে আশ্চর্য হন সুয়ারেজ। হাস্যোজ্জ্বল মুখে মাতেওকে একটু ‘তিরস্কার’ও করেন তিনি। পরে অবশ্য হাসিতে ফেটে পড়েন উরুগুইয়ান ফরোয়ার্ড।  না হেসে পারেননি মেসিও। এমনকি মাতেও’র বেতিস সমর্থন দেখে হাসেন ধারাভাষ্যকাররাও।  

ভিডিওটি দেখতে ক্লিক করুন...

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।