রোববার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই স্বাগতিক আর্সেনালের বিপক্ষে লিড নেয় টটেনহ্যাম। ম্যাচের দশম মিনিটে সন-হিউং-মিনের পাস থেকে বল পেয়ে যান এরিক লামেলা।
এরপর ব্যবধান বাড়ে ৪০ মিনিটে। সন-হিউং-মিনকে ডি বক্সের ভেতরে ফাউল করা হলে পেনাল্টি পায় স্পার্সরা। স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন।
বিরতির ঠিক আগে ব্যবধান কমায় স্বাগতিকরা। আলেকজান্ডার লাকাজাত্তের গোলে ব্যবধান দাঁড়ায় ২-১ গোলের।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে আর্সেনাল। ৫৪ ও ৫৯ মিনিরটে আর্সেনালের দু’টি শট ফিরিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিস।
তবে ৭১ মিনিটে সেই কাঙ্খিত গোলের দেখা পায় গানাররা। মেট্টিও গেনদুজির বাড়ানো বল পেয়ে যান আউবামেয়াং। ডি-বক্সের মাঝামাঝি জায়গা থেকে ডান পায়ের শটে বল জালের ঠিকানা খুঁজে পায়।
এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি আর্সেনাল। ফলে ড্র নিয়ে সন্তষ্ট থাকতে হয় দু’দলকে।
চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল। অন্যদিকে সমান ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে টটেনহ্যাম।
বাংলাদেশ সময়: ০২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
আরএআর/এসএইচ