ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে পাপ্পু-সবুজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে পাপ্পু-সবুজ বাংলাদেশ ফুটবল দল: ছবি-সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের প্রকাশিত ২৬ সদস্যের প্রাথমিক দলে পরিবর্তন এসেছে দু’টি। গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের বদলে জায়গা পেয়েছেন মোহামেডানের পাপ্পু আহমেদ।

ডিফেন্ডার নুরুল নাইয়ুম ফয়সালের পরিবর্তে নেওয়া হয়েছে স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজকে।

১০ অক্টোবর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। জেমি ডে’র শিষ্যরা ভারতের বিপক্ষে খেলবে ১৫ অক্টোবর, কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে।

এর আগে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের মূল বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।  

আগামী বুধবার (২৫ সেপ্টেম্বর) কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য আবাসিক ক্যাম্প শুরু হবে।

২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকু ও পাপ্পু আহমেদ।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, মনজুরুর রহমান মানিক, ইয়াসিন খান, রিয়াদুল হাসান ও ইয়াসিন আরাফাত।

মিডফিল্ডার: জামাল ভুঁইয়া, মাসুক মিয়া জনি,  মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।

ফরোয়ার্ড: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, তৌহিদুল আলম সবুজ ও জুয়েল রানা।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।