২০১৭ সালে যখন বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার, তাকে সাবধান করেছিলেন পিকে। তবে তার কথা কানে তোলেননি ব্রাজিলীয় ফরোয়ার্ড।
এদিকে নেইমারকে ফিরিয়ে আনতে বার্সার সিনিয়র খেলোয়াড় বিশেষ করে মেসি, লুইস সুয়ারেস এবং পিকে মিলে ক্লাব সভাপতি হোসে মারিও বার্তমেউকে চাপ দিয়েছিলেন। এমনকি ক্লাবের খেলোয়াড়রা নাকি নেইমারকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করতে দেরিতে বেতন নিতেও রাজি ছিলেন। এমনটাই জানিয়েছেন পিকে।
পিএসজিতে যাওয়ার আগে নেইমারকে সাবধান করেছিলেন পিকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল লারগুয়েরো’কে তিনি বলেন, ‘নেইমারের বার্সায় ফিরে আসা? ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। আমরা তাকে (নেইমার) আগেই বলেছিলাম: তুমি সোনার তৈরি জেলে যাচ্ছো। তবে তার জন্য ফেরার দরজা খোলাই আছে। ’
নেইমার সত্যিই ফিরতে মরিয়া ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে পিকে বলেন, ‘বলা হয়, সে বার্সেলোনায় ফিরতে চেয়েছিল। কথা সত্য। আমরা বার্তমেউকে (বার্সা প্রেসিডেন্ট) বলেছিলাম, নেইমারের ফেরার রাস্তা পরিষ্কার করতে যদি আমাদের বেতনের তারতম্য করতে হয়, আমরা তাতেও রাজি। ’
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এমএইচএম