ম্যাচের শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিল নেইমারকে ছাড়া খেলতে নামা পিএসজি। অানহেল ডি মারিয়া-কিলিয়ান এমবাপ্পেরা ঝড় তুলে আক্রমণের।
কিন্তু ব্যবধানটা ধরে রাখতে পারেনি টুখেলের দল। প্রথমার্ধের যোগ করা ষষ্ঠ মিনিটে মুনিরের গোলে সমতায় ফিরে স্বাগতিক দিঁজো। বিরতির পর দ্বিতীয় মিনিটে আবারও গোল হজম করে বসে পিএসজি। ডিফেন্ডারদের ছিটকে ফেলে কোনাকুনি শটে কেইলর নাভাসকে বোকা বানান জোনদার কাদিজ।
বাকি সময় চেষ্টা করেও ব্যবধানটা গোছাতে পারেনি গত মৌসুমের চ্যাম্পিয়নরা। এমবাপ্পে-ইকার্দিরা আর দিঁজোর রক্ষণদেয়াল ভাঙতে পারেনি।
হারলেও অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ১২ ম্যাচ শেষে ৯ জয় ও ৩ পরাজয়ে ২৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নঁতে। ১২ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে দিঁজো।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
ইউবি