ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভোলায় জমে উঠেছে টুটুল স্মৃতি ফুটবল লিগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
ভোলায় জমে উঠেছে টুটুল স্মৃতি ফুটবল লিগ

ভোলা: ভোলায় জমে উঠেছে  টুটুল স্মৃতি ফুটবল লিগ। প্রতিদিনই গ্যালারি ভর্তি ফুটবলপ্রেমী আর সারি সারি দর্শক খেলা উপভোগ করছেন, আনন্দে মেতে উঠছেন। উৎসবমুখর পরিবেশে প্রতিটি ম্যাচেই আনন্দ উপভোগ করছেন ফটুবলপ্রেমী দর্শকরা।

শনিবার (২ নভেম্বর) শহরের গজনবী স্টেডিয়াম মাঠে লিগের প্রথম রাউন্ডের চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে সৈকত প্রতিভা দলের মুখোমুখি হয় শিশির মেমোরিয়াল ক্লাব।

প্রথমার্ধ গোলশুন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল।

উভয় দলে ৫ জন করে আমন্ত্রিত খেলোয়াড় অংশ নেয়। যাদের মধ্যে দুই দলেই ছিল নাইজেরিয়ান খেলোয়াড়। বিদেশি ফুটবলারদের পারফর্ম দেখতে উৎসুক দর্শকরা ছুটে আসেন। শিশির মেমোরিয়ালের পক্ষে রিমন গোল করেন এবং সৈকত প্রতিভার পক্ষে নাইজেরিয়ান খেলোয়াড় দাইরোস গোল করেন।

ভোলা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুল হক বাহালুল, টুটুল স্মৃতি ফুটবল লিগের আহবায়ক মোস্তফা কামাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, সহ সভাপতি মো. ফয়ছেল, অতিরিক্ত সম্পাদক রবিন চৌধুরী, যুগ্ম সম্পাদক রাজিব চৌধুরী, পৌর কাউন্সিলর মঞ্জুরুল ইসলাম, শাহে আলম, ওমর ফারুক, বিআরডিবি চেয়ারম্যান গৌরাঙ্গ চন্দ্র দে, অধ্যক্ষ নওশেদ হোসেন আকবর, বাবু, সাঈদ গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গত ৩০ অক্টোবর এ লিগের উদ্বোধন হয়। এতে জেলা সদরের ৮টি ক্লাব দল অংশগ্রহণ করে। আগামী ২২ নভেম্বর লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।