ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনায় আক্রান্ত অ্যাতলেটিকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ৯, ২০২০
করোনায় আক্রান্ত অ্যাতলেটিকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি

স্থগিত হয়ে যাওয়া লা লিগার চলতি মৌসুম ফের শুরুর জন্য অনুশীলনে ফিরতে শুরু করেছে ক্লাবগুলো। তবে তার আগে করোনা ভাইরাসের পরীক্ষা দিচ্ছে হচ্ছে ফুটবলারদের। সেই পরীক্ষা দিতে গিয়েই বড় রকমের ধাক্কা খেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে ক্লাবটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদির শরীরে। 

গত বুধবার (০৬ মে) করোনা পরীক্ষা হয় অ্যাতলেটিকোর খেলোযাড়দের। শুক্রবার (০৮ মে) ফলাফলে দেখা যায়, ৯ জন রোহি ব্লাঙ্কোস তারকার নেগেটিভ এসেছে।

কিন্তু অ্যাতলেটিকোর প্রথম পছন্দের ডিফেন্ডার ২২ বছর বয়সী লোদির পজিটিভ ফল আসে।

লোদি করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।  

গত মার্চেই ব্রাজিলিয়ান লেফ্ট-ব্যাকের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। তখন বিষয়টি তিনি ক্লাব কর্তৃপক্ষকেও অভিহিত করেন। যার কারণে কয়েক সপ্তাহ তাকে নজরে রাখা হয়েছিল। এবার তাকে আগামী ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এরপর দু’বার করোনা পরীক্ষা দিতে হবে লোদিকে। ফলাফল নেগেটিভ এলে তিনি ক্লাব সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করার অনুমতি পাবেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ০৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।