ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেনে পাঁচ ফুটবলার করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ১০, ২০২০
স্পেনে পাঁচ ফুটবলার করোনা আক্রান্ত মাস্ক পরে আছেন মেসি

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা চলতি মৌসুমের লা লিগা ফের শুরুর চিন্তাভাবনা চলছে। তবে অনুশীলন শুরুর অনুমতি পাওয়ার আগে ক্লাবের সব খেলোয়াড় ও কর্মকর্তাদের কোভিড-১৯ পরীক্ষা দিতে হচ্ছে। আর সে পরীক্ষায় পাওয়া গেলো, স্পেনের শীর্ষ দুই লিগের মধ্যে মোট পাঁচজন ফুটবলার করোনা আক্রান্ত। এমনটাই জানিয়েছে দেশটির শীর্ষ ফুটবল লিগ লা লিগা।

আক্রান্ত খেলোয়াড়দের নাম প্রকাশ করা হয়নি। করোনার উপসর্গ থাকা সেসব ফুটবলারদের স্বেচ্ছা-আইসোলেশনে পাঠানো হয়েছে।

 তাদের কোভিড-১৯ পরীক্ষা বজায় রাখা হবে এবং যখন ফলাফল নেগেটিভ আসবে তখনই প্রতিযোগিতামুলক ম্যাচের জন্য অনুশীলনের অনুমতি দেওয়া হবে।  

গত সপ্তাহ থেকে স্পেনে খেলোয়াড়-কর্মকর্তাদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। ধারনা করা হচ্ছে, জুন থেকে দর্শকবিহীন মাঠে ফের চলতি মৌসুম শুরু হতে পারে। তার জন্য বার্সেলোনার মতো ক্লাবগুলোর খেলোয়াড়রাও ইতোমধ্যে পৃথক পৃথকভাবে অনুশীলন শুরু করে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ১০, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।