ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

ফুটবল

অনুশীলনে ১৯ বছরের ইতালি ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, মে ১২, ২০২০
অনুশীলনে ১৯ বছরের ইতালি ফুটবলারের মৃত্যু আন্দ্রেয়া রিনালদি।

করোনা ভাইরাসের কারণে এমনিতে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। এরই মাঝে ঘরে  অনুশীলন করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইতালিয়ান ক্লাব আতলান্তার ১৯ বছরের মিডফিল্ডার আন্দ্রেয়া রিনালদি।

অনুশীলনের সময় মস্তিষ্কের জটিলতায় সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির পর গত শুক্রবার তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

এই মৌসুমে ইতালিয়ান ফুটবলের শীর্ষ লিগ সিরিআ’র ক্লাব আতালান্তা থেকে ধারে সিরি’ডির চতুর্থ বিভাগের ক্লাব লেগনানোতে খেলতে যান রিনালদি।

রিনালদির মৃত্যুতে শোক জানিয়েছে আতলান্তা ও লেগানানো ক্লাব।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মে ১২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।