ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দর্শকশূন্য মাঠ অদ্ভুত মনে হলেও প্রস্তুত মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ২৮, ২০২০
দর্শকশূন্য মাঠ অদ্ভুত মনে হলেও প্রস্তুত মেসি দর্শকশূন্য মাঠ অদ্ভুত মনে হলেও প্রস্তুত মেসি

করোনা ভাইরাসের কারণে প্রায় তিন মাস হতে চললো মাঠে নামতে পারছেন না লিওনেল মেসিরা। বার্সেলোনার অধিনায়কের অবশ্য খেলার জন্য আর তর সইছে না। যদিও দর্শকশূন্য স্টেডিয়াম তার কাছে অদ্ভুত মনে হচ্ছে। তবে ফিরতে পুরোপুরি প্রস্তুত তিনি।

আগামী জুনের ৮ তারিখ থেকে স্প্যানিশ লা লিগা শুরুর ব্যাপারে অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে লিগ কর্তৃপক্ষের ১২ জুন থেকে শুরুর পরিকল্পনা রয়েছে।

মাইন্ডফুলনেস ম্যাটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এ বছরে আমরা কি হারাচ্ছি তা নিয়ে আর চিন্তা না করাই ভালো। তার চেয়ে আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে।  ফাঁকা মাঠে খেলাটা সকলের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমার নিজেরই তো সেটা ভেবে খুব অদ্ভুত মনে হচ্ছে। তবে এখন যা পরিস্থিতি, তার সঙ্গে মানিয়ে নিতেই হবে। এই সময়ে মানসিক ভাবে নিজেকে তৈরি রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতাই হতে চলেছে। মনে হচ্ছে যেন শূন্য থেকে শুরু করব। ’

কোভিড-১৯ এর সংক্রমণ যে পুরো বিশ্বকে এভাবে নাড়িয়ে দেবে তা ভাবতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘কেউই তা অনুমান করতে পারেননি। এমন একটি অনিশ্চয়তার মধ্যে জীবন কাটছে যে, বেঁচে থাকা এবং কাজ করাই কঠিন হয়ে পড়ছে। আমরা সকলেই নিজেদেরই এই প্রশ্ন করছি, কবে আমরা নিজেদের চেনা পরিবেশে ফিরে যাব। আমি মনে করি যে কোনো ক্রীড়াবিদের কাছেই মনঃসংযোগ ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ’

 ‘আমি তো বাড়িতে প্রতিদিন অনুশীলন করছি। তবে দলের সঙ্গে অনুশীলন এবং একক ভাবে অনুশীলনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নতুন ভাবে মাঠে নামার আগে নিজেদের সম্পূর্ণ ভাবে তৈরি করে নিতে হবে। ’-যোগ করেন তিনি।

এদিকে কোপা আমেরিকা পেছানো যে হতাশার ছিল তা জানিয়ে মেসি বলেন, ‘কোপা আমেরিকা পিছিয়ে যাওয়া হতাশাজনক, তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এ ছাড়া অন্য কোনো পথও খোলা ছিল না। আমি ব্যক্তিগত ভাবে এই প্রতিযোগিতায় খেলার ব্যাপারে  আগ্রহী ছিলাম। ’

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মে ২৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।