ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

ফুটবল

ইংলিশ দলে নতুন মুখ গ্রিলিশ, বাদ ইউনাইটেডের রাশফোর্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, আগস্ট ৩১, ২০২০
ইংলিশ দলে নতুন মুখ গ্রিলিশ, বাদ ইউনাইটেডের রাশফোর্ড জ্যাক গ্রিলিশ

নেশনস লিগে আইসল্যান্ড এবং ডেনমার্কের বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ গ্যারেথ সাউথগেট।

প্রথমবারের মতো সিনিয়র দলে ডাক পেয়েছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ।

তবে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড এবং টটেনহামের হ্যারি উইংকস।  

২৪ বছর বয়সী গ্রিলিশ এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। এছাড়া সাউথগেটের অধীনে ২০১৬ তোলুন টুর্নামেন্ট জিতেছেন তিনি।

০৫ সেপ্টেম্বর আইসল্যান্ড এবং ০৯ সেপ্টেম্বর ডেনমার্কের মুখোমুখি হবে ইংল্যান্ড।  

ইংল্যান্ড স্কোয়াড: 

গোলরক্ষক: ডিন হ্যান্ডারসন, জর্ডান পিকফোর্ড, নিক পোপ

ডিফেন্ডার: ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, কনর কোডি, এরিক ডায়ার, জো গোমেজ, মাইকেল কিন, এইন্সেলে মেইটল্যান্ড-নাইলস, টাইরন মিঙ্গস, কাইরেন ট্রিপিয়ার, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: ফিল ফোডেন, ম্যাসন মাউন্ট, ক্যালভিন ফিলিপস, ডেকলান রাইস, জেমস ওয়ার্ড-প্রাউস, জ্যাক গ্রিলিশ।

ফরোয়ার্ড: ট্যামি আব্রাহাম, ম্যাসন গ্রিনউড, ড্যানি ইঙ্গস, হ্যারি কেন, জাদোন সাঞ্চো, রহিম স্টার্লিং।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।