ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

অভিষেকেই সুয়ারেসের জোড়া গোল, বড় জয়ে শুরু অ্যাতলেটিকোর

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, সেপ্টেম্বর ২৭, ২০২০
অভিষেকেই সুয়ারেসের জোড়া গোল, বড় জয়ে শুরু অ্যাতলেটিকোর সুয়ারেসের গোল উদযাপন

ওয়ান্দা মেত্রোপোলিতানোতে প্রথমদিন পা রেখে লুইস সুয়ারেস জানিয়ে দিয়েছিলেন, অ্যাতলেটিকো মাদ্রিদে বড় লক্ষ্য নিয়ে এগোতে চান তিনি। ক্লাবকে আরও শিরোপা এনে দেওয়ার যে অঙ্গীকার উরুগুইয়ান ফরোয়ার্ড করেছেন, অভিষেক ম্যাচেই তার প্রমাণ পাওয়া গেলো।

 

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ৬ বছরের সম্পর্কের ইতি টেনে অ্যাতলেটিকোতে এলেও অল্প সময়ের মধ্যেই সেই পুরনো সুয়ারেসের ঝলকানি দেখা দেখা গেলো ম্যাচে। কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই কোচ দিয়েগো সিমিওনের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে নিজে দুই গোল করার পাশাপাশি সতীর্থ মার্কোস লরেন্তেকে দিয়ে করিয়েছেন দলের চতুর্থ গোলটি।  

লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে অ্যাতলেটিকোও পেয়েছে বড় জয়। নিজেদের মাঠে সিমিওনের দল সুয়ারেসের জোড়া গোলে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে গ্রানাদাকে।  

ম্যাচের ৯ম মিনিটে গোল উৎসবের শুরুটা করেন দিয়েগো কস্তা। এরপর বিরতি থেকে ফিরে ৪৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল কোরেয়রা। ৬৫তম মিনিটে হোয়াও ফেলিক্সের গোল ব্যবধান দাঁড়ায় ৩-০।  

৭০তম মিনিটে কস্তার বদলি হিসেবে মাঠে নামেন সুয়ারেস। এর দুই মিনিট পরেই লরেন্তেকে দিয়ে গোল করান ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। জার্সি পাল্টালেও যে তার ধার কমেনি তার প্রমাণ তিনি দিয়েছেন ৮৫তম মিনিটে। লরেন্তের পাস থেকে অ্যাতলেটিকোর জার্সিতে প্রথম গোলটি করেন তিনি।  

তবে এর দুই মিনিট পর একটি গোল শোধ করে দিয়েগো মার্তিনেজের দল। এরপর আবারও স্পটলাইট কেড়ে নেন সুয়ারেস। যোগ করা তৃতীয় মিনিটে গ্রানাদার জালে শেষ বলটি জড়িয়ে দেন উরুগুইয়ান ফরোয়ার্ড।   

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।