ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার ইউরোতেও পাঁচ খেলোয়াড় বদলের আইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
এবার ইউরোতেও পাঁচ খেলোয়াড় বদলের আইন

আসন্ন ইউরো ২০২০-এ পাঁচজন খেলোয়াড় বদলির আইন প্রযোজ্য হবে বলে ঘোষণা দিয়েছে উয়েফা। আগামী অক্টোবরে নেশনস লিগের ফাইনাল ও আগামী বছর মার্চে রেলিগেশন প্লে-আউটসেও এই আইন প্রযোজ্য হবে।

এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এসব জানিয়েছে।

এর আগে পাঁচ খেলোয়াড় বদলির আইন বিশ্বকাপ বাছাইপর্বে প্রয়োগ করা হয়েছে যা, ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত চলবে। এখন এই আইন ইউরো টুর্নামেন্টেও প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে। করোনা মহামারির কারণে জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল ক্যালেন্ডার ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঁচজন খেলোয়াড় বদলির আইন এখনো পর্যন্ত বহাল রয়েছে।

এর মধ্যেই তিনজনের পরিবর্তে পাঁচজন খেলোয়াড় পরিবর্তনের আইনটি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে প্রয়োগ করা হয়েছে। এ ছাড়াও ঘরোয়া বিভিন্ন প্রতিযোগিতায়ও এই আইন ব্যবহৃত হচ্ছে। ইউরোপজুড়ে ২০২০/২১ মৌসুমের ব্যস্ত সূচির সঙ্গে সঙ্গতি রেখে খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।