ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জোটার জোড়া গোলে লেস্টারকে হারাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
জোটার জোড়া গোলে লেস্টারকে হারাল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচজুড়ে ধাপট দেখিয়ে লেস্টার সিটির বিপক্ষে সহজ জয় তুলে নিল লিভারপুল। বৃহস্পতিবার রাতে ম্যাচটিতে ২-০ ব্যবধানের জয় পায় ইয়ুর্গেন ক্লপের দল।

দুইটি গোলই করেন পর্তুগিজ তারকা দিয়েগো জোটা।

ঘরের মাঠে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিভারপুল। ১৯তম মিনিটে ভালো সুযোগ পান আলেকজান্ডার আরনল্ড। কিন্তু ইংলিশ এই ডিফেন্ডারের বুলেট গতির শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৩৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় অল রেডসরা। আলেকজান্ডার আরনল্ডের কর্ণার থেকে ভার্জিল ফন ডাইকের হেড নিয়ন্ত্রণে আনতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষক। ফিরতি শটে লক্ষ্যভেদ করতে ভুল করেননি জোটা।

বিরতির পর খেলতে নেমে আক্রমণ আরও বাড়িয়ে দেয় স্বাগতিকরা। তৃতীয় মিনিটে জোটার জোরালো শট ঝাপিয়ে ঠেকান লেস্টারের গোলরক্ষক। ৭৮তম মিনিটে মোহামেদ সালাহর শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে লুইস দিয়াসের শটও ঠেকিয়ে দেন স্মাইকেল। শেষদিকে এসে ৮৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান জোটা। বক্সে জোয়েল মাতিপের পাস কাজে লাগিয়ে দারুণ শটে জাল খুঁজে নেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। দারুণ জয়ে গার্দিওলার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমায় অল রেডসরা।

২৩ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির সমান ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে চেলসি। অপরদিকে ২৬ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে লেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।